রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গতকাল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পুলিশ ও সেনাসদস্যদের সাথে আলোচনায় উঠে আসে মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক যুবকের নাম। কে ওই যুবক জনমনে এমন জিজ্ঞাসার মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন মো. শফিকুল ইসলাম জানিয়েছেন ওই যুবক ডিবির কেউ নন।
শনিবার (৩০ আগস্ট) মোবাইল ফোনে একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। শফিকুল ইসলাম বলেন, তিনি আমাদের ডিবির কেউ না।
তবে, ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং-৯৭১৭১৯৭২৪৩। সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে।’
গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর এ হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন, তাকে গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
সবশেষ তথ্য অনুযায়ী নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে, তবে ৪৮ ঘণ্টার আগে তার শারিরীক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।