28 C
Dhaka
Sunday, September 8, 2024

নেপালকে হারিয়ে ঈদ আনন্দে  , অনন্য তানজিম সাকিবের রেকর্ড!

ডেস্ক রিপোর্ট:

টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে বাংলাদেশ এতটা ভালো করবে তা হয়তো দর্শক-সমর্থকদের প্রত্যাশায় ছিলো না৷ অপ্রত্যাশিত আনন্দে ক্রিকেটপ্রেমীদের মাতিয়ে রাখতে তানজিম সাকিব অনন্য। নেপালের সাথে সোমবার ভোরের ম্যাচে ২১ বল ডট দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ২১ রানের জয় এনে দিতে তানজিম সাকিবের ভূমিকাই ছিলো সবচেয়ে বেশি।

লো-স্কোরিং ম্যাচে এই জয়ে বাংলাদেশের  সুপার এইট  নিশ্চিত হয়েছে। সেই সাথে ঈদ আনন্দে এক অন্য মাত্রা যোগ করেছে এই জয়।

সেন্ট ভিনসেন্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটাররা।
সবমিলিয়ে ১০৭ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করায় বাংলাদেশ।

এরপর বোলিং পর্বে ধারবাহিক তাণ্ডব চালায় বাংলাদেশি বোলাররা। এদের মধ্যে সর্বোচ্চ ডট বল দিয়ে রেকর্ড গড়েন সিলেটের তরুণ পেসার তানজিম সাকিব।
পাওয়ার প্লেতে ৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৭ রান দিয়ে ৪ উইকেট নেন তানজিম সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সেরা বোলিং তার। ইকোনমি রেট ১.৭৫।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ডট দিয়েছেন ২১টি, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড যেকোনো বোলারের। ম্যাচের পর মিক্সড জোনে তানজিম সাকিব জানিয়েছেন রেকর্ডের বিষয়ে তিনি জানতেন না। এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, “না আমি জানতাম না। এখন জানলাম। এসব (ডট বলের রেকর্ড) মাথায় ছিল না।”

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...