সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

-বিজ্ঞাপণ-spot_img

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’ মাঠের অনুপযুক্ততার অজুহাতে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ। পরিবর্তে ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শুধুমাত্র আন্তঃহল প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিযোগিতার জন্য প্রস্তুত শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) বিকেলে শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের ২৯ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বনির্ধারিত আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা মাঠ খেলার অনুপযোগী থাকায় স্থগিত করা হয়েছে। তবে ৫ আগস্ট আন্তঃহল প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।”

এ উপলক্ষে সংশ্লিষ্ট হল প্রশাসনকে ২০ জন খেলোয়াড়ের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

টুর্নামেন্ট হঠাৎ বাতিল হওয়ায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করছেন, আগে থেকেই খেলার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, অথচ মাঠের পরিস্থিতির দিকে নজর দেয়নি কর্তৃপক্ষ।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও নোবিপ্রবি স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল পিয়াস বলেন, “গত ১০ দিন ধরে টুর্নামেন্ট আয়োজনের জন্য দৌড়ঝাঁপ করছি। কখনো বলা হয়েছে এই সপ্তাহে হবে, কখনো বলা হয়েছে পরে হবে। অথচ আজ হঠাৎ করে বলে দেওয়া হলো খেলাটা হবে হলভিত্তিক! আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অনেকগুলো হল আছে নাকি?”

তিনি আরও বলেন, “জুলাই স্মৃতি উপলক্ষে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিভাগভিত্তিক টুর্নামেন্ট হয়েছে। বাজেট না থাকলে আমাদের জানালে আমরা স্পন্সর এনে খেলাটি আয়োজন করতাম। আমাদের উদ্দেশ্য পকেট ভরানো নয়, খেলাধুলার পরিবেশ তৈরি করা।”

আরেক শিক্ষার্থী তৌফিক মারুফ বলেন, “আমাদের ২০ জুলাইয়ের নোটিশে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী দল গঠন ও অনুশীলন করেছি। এখন বলা হচ্ছে খেলা হবে না। মাঠে পানি থাকলে আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো না কেন? কোনো ড্রেন পরিষ্কার করা হয়নি। মাঠের হালচাল নিয়েও কেউ খোঁজ রাখেনি।”

এ বিষয়ে জানতে চাইলে শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “নোটিশেই সব বলা আছে।” এরপর তিনি ফোন কেটে দেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ ও চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে।...

বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে ঢাবি বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক...

ভারতের পানিতে শার্শা সীমান্তে বন্যা পরিস্থিতির অবনতি: প্রস্তুত আশ্রয়কেন্দ্র

টানা হালকা ও ভারী বর্ষণ এবং ইছামতী নদী দিয়ে ভারতীয় উজানের পানিতে বন্যা প্লাবিত রয়েছে যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা। প্রতিদিন হু হু করে...

সম্পর্কিত নিউজ

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ...

বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে ঢাবি বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য...