বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘হায়ার এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছয়টি গবেষণা প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে মোট বরাদ্দ হয়েছে ১৯ কোটি ৮১ লাখ ৫২ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নোবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান।
অনুমোদিত প্রকল্পগুলোতে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আ ফ ম শহীদ-উদ-দৌলা ও অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আসাদুন নবী, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রাকেব-উল-ইসলাম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদ্দম হোসেন।
এ প্রসঙ্গে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘হিট প্রকল্পে আমাদের গবেষণা প্রস্তাব অনুমোদন পাওয়া নিঃসন্দেহে গর্বের। এটি শুধু আমাদের অনুপ্রাণিত করছে না, বরং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অবদান রাখার সুযোগ এনে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে সমাজ, স্বাস্থ্য ও বিজ্ঞানের নানা সমস্যার টেকসই সমাধান খোঁজার চেষ্টা করা হবে। তরুণ গবেষকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি গবেষণা সংস্কৃতি গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।’
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, ‘ইউজিসির হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। ছয়টি গবেষণা প্রকল্প অনুমোদন পাওয়া নোবিপ্রবির জন্য অবশ্যই উৎসাহব্যঞ্জক। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে গবেষণামুখী করবে।’
উল্লেখ্য, হিট প্রকল্পের অধীনে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষক ও গবেষকদের কাছ থেকে প্রকল্প প্রস্তাব আহ্বান করা হয়। এতে ১ হাজার ৪৮১টি প্রস্তাব জমা পড়ে। যাচাই–বাছাই শেষে ১৫১টি প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়। পাঁচ বছর মেয়াদি (২০২৩-২০২৮) এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এই প্রকল্প বাস্তবায়ন করছে ইউজিসি।