সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নোবিপ্রবি শিক্ষক পরিষদে ‘শেখ হাসিনা ম্যান’, বিতর্কে শিক্ষক জনি মিয়া

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অন্তর্বর্তীকালীন সাধারণ শিক্ষক পরিষদের সদ্যঘোষিত ১৬ সদস্যের তালিকায় থাকা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জনি মিয়ার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

শুক্রবার প্রকাশিত তালিকায় জনি মিয়ার নাম ১৫তম সদস্য হিসেবে রয়েছে।

অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের শাসনামলে তিনি বিভিন্ন রাজনৈতিক পোস্ট ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জনি মিয়া অতীতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে একাধিক পোস্ট দেন। বিশেষ করে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তার আইডিতে ‘WE ALL ARE SHEIKH HASINA MEN’ লেখা একটি ফ্রেম ব্যবহার করে প্রোফাইল ছবি পরিবর্তনের একটি স্ক্রিনশট ঘুরছে সামাজিক মাধ্যমে।

এছাড়া, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে পোস্ট এবং ছাত্রলীগের প্রতি শুভকামনা জানানো পোস্টেরও উল্লেখ পাওয়া গেছে, যা শিক্ষক সমাজে প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও জুলাই ২০২৩ সালের ‘জুলাই বিপ্লব’-এর পর থেকে এমন পোস্ট আর দেখা যায়নি তার অ্যাকাউন্টে।তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জনি মিয়া।

তিনি বলেন, “আমার ছবি এডিট করে কেউ এ ধরনের পোস্ট ছড়িয়েছে। আমি নিজে আমার আইডিতে এসব পাইনি। এগুলো এআই দিয়ে বানানো হতে পারে।”

তিনি আরও বলেন, “এই কমিটি কোনো রাজনৈতিক দলের নয়। এটা শিক্ষকদের স্বার্থ দেখার জন্য গঠিত হয়েছে। কেউ শত্রুতাবশত বিষয়গুলো ছড়াচ্ছে।”

এ বিষয়ে সাধারণ শিক্ষক পরিষদের বার্তা প্রেরক আবদুল কাইয়ুম মাসুদ বলেন, “বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা কিছুটা পাওয়া গেছে। তবে আমরা যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তথ্য প্রমাণ মিললে তাকেও কমিটি থেকে বাদ দেওয়া হবে।”

তিনি আরো বলেন, “আমরা স্বচ্ছতা বজায় রাখতে চাই। এখানে লুকোচুরির কিছু নেই।”

কাউসার আহমেদ

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল আমান আজমী।রোববার(২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ফেস...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি,...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে সম্প্রতি এ নিয়ে সরব...

সম্পর্কিত নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল...