সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এসবিটিইউ), তুরস্কের আমন্ত্রণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য মাস্টার্সে পড়ার সুযোগ তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইরাসমাস + কেএ ১৭১ প্রোগ্রামের আওতায় এই সুযোগ দেওয়া হবে।
রোববার ( ১৮ মার্চ) ইরাসমাস সমন্বয়কারী ও নোবিপ্রবির আইসিসিসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ডা. মো. রোকনুজ্জামান সিদ্দিকী সাক্ষাৎরিত এক নোটিশে এমন তথ্য জানানো হয়।
আইসিসিসি জানায়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সেমিস্টারে এসবিটিইউ ‘তে মাস্টার্স কোর্সে অংশ নিতে নোবিপ্রবির নির্ধারিত বিভাগের একজন শিক্ষার্থীকে বাছাই করা হবে।
এতে আরো বলা হয়, এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে শিক্ষার্থীদের ব্যাচেলর পর্যায়ে কমপক্ষে ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। মাস্টার্সের প্রথম সেমিস্টারেও একই সিজিপিএ থাকা আবশ্যক। এ ছাড়া থাকতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা এবং বৈধ পাসপোর্ট। IELTS ৫.৫ স্কোর বা সমমানের TOEFL স্কোর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ইংরেজি দক্ষতা এবং গবেষণা অভিজ্ঞতা ভালো হলে শিক্ষাগত যোগ্যতায় কিছুটা শিথিল করা হবে।
আবেদনকারী বিভাগ সমূহ হলো – এসিসিই (ACCE), কৃষি (Agriculture),সিএসটিই (CSTE), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (Software Engineering),আইসিই (ICE), ইইই (EEE)।
আগ্রহী শিক্ষার্থীদের ২০ মে, ২০২৫-এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে ব্যাচেলর সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, টার্ম-১ সম্পন্নের সনদ, প্রথম সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট (যদি থাকে), মাধ্যমিক ভাষার সনদ, এবং অন্যান্য অর্জনের প্রমাণপত্র (যেমন: গবেষণাপত্র, কো-কারিকুলার অ্যাক্টিভিটি, স্বীকৃতি ইত্যাদি) সংযুক্ত করতে হবে।
সকল কাগজপত্র একটি পিডিএফ ফাইলে সংযুক্ত করে নিচের ঠিকানায় ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে: rokonsiddiky.soe@nstu.edu.bd এই ঠিকানায়।