সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নোবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, হত্যাচেষ্টা এবং লাশ গুমের হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সড়ক অবরোধ করে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা বেগমগঞ্জ চৌরাস্তার মূল সড়কে অবস্থান নেন এবং রাস্তায় বসে পড়েন। এ সময় তারা বিক্ষোভ শুরু করে এবং প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ ও তার দুই সহপাঠী চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাদের মধ্যে একজনের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং অন্যদের কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। হামলাকারীরা ৬,০০০ টাকা ছিনিয়ে নেয় ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার পরপরই নিকটস্থ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বক্তব্যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ACCE) বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান মেহেদী বলেন, “ঘটনার পরপরই আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব। কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিয়াদুল জান্নাত মারিয়া বলেন, “এক জুলাই আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছি, প্রয়োজনে আবারো সন্ত্রাসীদের পতন ঘটাবো। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।”

বিজিই বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সালাহউদ্দিন মহসিন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে বসে থাকার জন্য নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেতন দেওয়া হয়। তারা যদি ব্যর্থ হয়, ছাত্রজনতা এর জবাব দিতে জানে।”

ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম বলেন, “ঘটনার পরেও কোনো বিচার না হওয়া এবং প্রশাসনের দুর্বল অবস্থানের কারণেই শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি— হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনুন।”

সবশেষে শিক্ষার্থীরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এরপরই তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আওয়ামী লীগের গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি: নাহিদ ইসলাম‎

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন...

২২ ঘন্টা পর ইবি সাংবাদিকের মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে তথ্য লোপাট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও...

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক থেকে এখন সর্বাগ্রে রয়েছে ইন্দোনেশিয়া। তবে দিনে দিনে দ্রুত হারে বাড়ছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। সেই ধারাবাহিকতায় এগিয়ে আছে বাংলাদেশের পাশ্ববর্তী...

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন...

সম্পর্কিত নিউজ

আওয়ামী লীগের গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি: নাহিদ ইসলাম‎

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও...

২২ ঘন্টা পর ইবি সাংবাদিকের মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে তথ্য লোপাট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের...

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক থেকে এখন সর্বাগ্রে রয়েছে ইন্দোনেশিয়া। তবে দিনে দিনে দ্রুত হারে...