রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র চাইছে ইউক্রেনের দ্বন্দ্ব বাড়াতে। একইসাথে তিনি অভিযোগ করেছেন, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
মঙ্গলবার মস্কোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা কনফারেন্সে বক্তব্য প্রদান কালে এসব বিষয় নিয়ে কথা বলেন ভ্লাদিমির পুতিন।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে এসময় কড়া কথা বলেন পুতিন। রুশ প্রেসিডেন্টের দাবি, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর যুক্তরাষ্ট্রের পরিকল্পনামূলক উস্কানি। এশিয়ায় উত্তেজনা উস্কে দিতে ন্যান্সি পেলোসিকে পরিকল্পনা করে তাইওয়ানে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।
তাছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল নিয়েও কথা বলেছেন পুতিন। তিনি বলেছেন, পশ্চিমারা এশিয়া প্যাসিফিকে ন্যাটোর মতো একটি ব্যবস্থা তৈরি করতে চাইছে।
এর আগে ন্যান্সি পেলোসি তাইওয়ানে আসার পর বিষয়টি নিয়ে নিজেদের পরিস্কার বক্তব্য জানায় রাশিয়া। তারা জানায়, যুক্তরাষ্ট্র উস্কানি ছড়াতে চীনের বাধা সত্ত্বেও পেলোসিকে তাইওয়ানে পাঠিয়েছে। এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন।