পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, দুপুর আড়াইটার দিকে মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট থেকে বধেশ্বর মন্দিরের দিকে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬০-৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়।
নদী থেকে ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে এবং অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।