পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে বাধা দেওয়া কেন্দ্র পুলিশের ও স্থানীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আক শনিবার বিকেল ৪টার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দাবি করেছেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল।
দেশের প্রথমসারির এক গণমাধ্যমে নাজমুল ইসলাম কাজল বলেন, পুলিশের গুলিতে নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ আরেফিন। তিনি জেলার বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
উল্লেখ্য, আজ শনিবার ঢাকা ও রংপুর মহানগর ব্যাতিত সারাদেশে বিএনপির গণমিছিল ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে বিকেল ৪টার দিকে বিএনপির গণমিছিল শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, গণমিছিল চলাকালে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসয় পুলিশের গুলিতে আব্দুর রশিদ আরেফিন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিএনপির আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
তবে আব্দুর রশিদ আরেফিনের মৃত্যুর বিষয়টি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসন কেউ নিশ্চিত করেনি।