ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-২ আসনে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ।
গতকাল সোমবার (১৮ আগস্ট ) বেলা তিনটার দিকে দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ ফুলবাড়িয়া এলাকায় এ জনসংযোগ করেন তিনি।
নির্বাচনি প্রচারণার নেমে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে দীর্ঘদিন কবারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছি। স্বৈরাচার হাসিনা সরকার পতনের দাবিতে ঢাকার রাজপথে লড়াই সংগ্রামের সম্মুখ সারিতে ছিলাম। জনতার জন্য রাজনীতি করেছি, কারাবরণ করেছি। এখন জনতার সেবা করার সময় এসেছে। পঞ্চগড়-২ আসনের জনগণের কল্যাণে কাজ করে যাবো।
তিনি আরও বলেন, ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাইবো, দল যদি আমাকে বিবেচনা করে তাহলে ইনশাআল্লাহ আমি নির্বাচন করবো। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত।
এসময় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতা কর্মীর সাথে সাধারণ জনতা তার এই নির্বাচনী প্রচারণায় অংশ নেন।