ববি প্রতিনিধি: আল্টিমেটাম শেষে উপাচার্য পদত্যাগ না করায় পুনরায় আন্দোলন শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে দুপুর ১টায় তারা পুনরায় ভিসি ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি কার্যালয়ে তালাবদ্ধ করে মোম দিয়ে সিলগালা করে দেন এবং তারা ভিসির নেইম প্লেট খুলে নেন।
এবিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, টানা ৩৬ দিন আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বৈরাচার সরকারকে হটিয়ে স্বাধীনতা পেয়েছি। সেই স্বৈরাচারের দোষরকে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই আমরা আমাদের কাম্পাসে চাই। আজ দুপুর ১২টা পর্যন্ত পদত্যাগের আল্টিমেটাম থাকলেও তিনি পদত্যাগ করেননি। তিনি যদি স্ব-ইচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো তিনি পদত্যাগ না করা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করেছে বিষয়টি আমরা অবগত আছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে এই বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ না করা এবং বারবার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত আওয়ামী দোসরদের পুনর্বাসন করার অভিযোগ তুলে উপাচার্যের বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় পদত্যাগের আল্টিমেটাম দেয় সাধারণ শিক্ষার্থীরা।
পদত্যাগ না করায় ববি উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ, নেইম প্লেট খুলে নিয়েছে শিক্ষার্থীরা
- Advertisement -
- Advertisement -