পদ্মা সেতুর ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে একটি প্রাইভেট কারের মালিককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান দায়িত্বরত কর্মকর্তা৷
সোমবার(২৭ জুন) বেলা দেড়টার দিকে সেতুর মুন্সিগঞ্জ অংশে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মো. আশরাফুল কবীর এ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
আশরাফুল কবীর একটি গণমাধ্যমকে বলেন, বেলা দেড়টার সময় আমরা পদ্মা সেতুর মুন্সিগঞ্জ অংশে অবস্থান করছিলাম। তখনই সেতুর মাঝখানে প্রাইভেট কার থামিয়ে সাত থেকে আটজন ব্যক্তি সেতুতে অবস্থান করেন। সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধভাবে সেতুর ওপর গাড়ি পার্কিং করার অপরাধে তাঁদের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, ওই ব্যক্তিরা ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে স্বীকার করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে পদ্মাসেতুকে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে যারা এ ধরনের জাতীয় স্বার্থ ও উন্নয়নের ক্ষতি করার চেষ্টা করে তাদের শাস্তির আওতায় আনতে নির্দেশনা দিয়েছে আদালত।
কেউ যাতে সরকারি বিধিনিষেধ অমান্য না করতে পারেন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে।