আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন দেশের তিনটি সেতুর টোল মওকুফ করেছে সরকার। সেতু উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সুবিধাজনক করতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
২৫ তারিখকে কেন্দ্র করে টোল মওকুফ করা সেতু তিনটি হলো- বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ।
আজ সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা সেতুর উদ্বোধনী দিনে (২৫ জুন) অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।
আগামী ২৫ জুন দক্ষিণ জনপদের সঙ্গে রাজধানীর স্থলপথে সংযোগকারী পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা