বুধবার, ৯ জুলাই, ২০২৫

পবিত্র রমজানের আমলসমূহ, এই রমজান হোক শ্রেষ্ঠ রমজান

তাওহীদ আদনান ইয়াকুব
-বিজ্ঞাপণ-spot_img

পবিত্র রমজান মাসের আজ অষ্টম দিন। আল্লাহর রহমত তাঁর বান্দাদের প্রতি ধাবিত হচ্ছে পুরো মাসজুড়ে। সাধারণত, কোনো বস্তু যত মূল্যবান হয়, তার সংরক্ষণ এবং হক আদায় করাও তত জরুরি হয়ে ওঠে। রাস্তার পাশে বালির বস্তা পড়ে থাকতে দেখা যায়, কিন্তু স্বর্ণের একটি ছোট্ট টুকরোও নিরাপদ স্থানে সংরক্ষিত থাকে।

এমনই এক মূল্যবান সময়- রমজান এখন আমাদেরর মাঝে চলমান। এই রমজানের বাকি দিনগুলোর জন্য আমরা একটি কর্মপরিকল্পনা তৈরি করতে পারি এবং সে অনুযায়ী আমাদের সময় পরিচালনার প্রচেষ্টা করি, এই পরিকল্পনা সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করবে, আমাদের নেক আমলের ধারাবাহিকতা কতটা গুছানো হবে এবং এই মাসের বরকত ও কল্যাণ লাভে আমরা কতটা সফল হয়ে উঠবো।

১. রোজার গুরুত্ব ও তাৎপর্য

রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা। রোজা কেবল উপবাস নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগের এক অনুশীলন। এটি আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়—কীভাবে মানুষ নিজের প্রবৃত্তিকে আল্লাহর ইচ্ছার সামনে বিসর্জন দেয় এবং আখিরাতের সুখের জন্য দুনিয়ার শারীরিক ভোগ-বিলাসকে উপেক্ষা করে। রোজা রাখার পিছনে কোনো বাহ্যিক বলপ্রয়োগ নেই, একমাত্র আল্লাহভীতি এবং পরকালের জবাবদিহিতার অনুভূতিই রোজাদারকে খাদ্য-পানীয় থেকে বিরত রাখে।


প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ মুসলিম নর-নারীর জন্য রোজা রাখা ফরজ। তবে মাসিক, প্রসবকালীন রক্তস্রাব, গর্ভাবস্থা, দুগ্ধদানকারী মা, সফররত ব্যক্তি, অতিবৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি—যারা রোজা রাখার ক্ষমতা রাখেন না, তারা এর থেকে অব্যাহতি পাবেন। কিন্তু যদি কেউ অযৌক্তিক কারণে রোজা ভেঙে ফেলে, তবে সে কঠোর গুনাহগার হবে। রাসুলুল্লাহ ﷺ বলেন, “রমজানের একটি রোজা ভেঙে দিলে, সারা বছর রোজা রাখলেও এর ক্ষতিপূরণ হবে না।”


২. তারাবির নামাজের গুরুত্ব


রমজানের আরেক গুরুত্বপূর্ণ আমল তারাবিহ নামাজ। রাসুলুল্লাহ ﷺ কেবল কয়েকদিন এটি মসজিদে জামাতে পড়িয়েছিলেন, যাতে এটি উম্মতের ওপর ফরজ না হয়ে যায়। পরে হজরত উমর রা. তারাবিহ নামাজকে জামাতের মাধ্যমে ২০ রাকাতে প্রতিষ্ঠিত করেন, যা এখনো হারামাইন শরিফাইনে চলে আসছে। তবে কিছু আলেম ৮ রাকাতের পক্ষেও মত দেন। মূল বিষয় হলো, এই আমল নিয়ে বিতর্ক না করে যার যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী আদায় করা।


৩. কুরআন তিলাওয়াত


রমজান হলো কুরআন নাযিলের মাস। রাসুলুল্লাহ ﷺ এ মাসে জিবরাইল আ. এর সঙ্গে কুরআনের মুরাকাবা করতেন। কুরআন তিলাওয়াতের প্রতিটি অক্ষরের জন্য ১০ নেকি লাভ হয়। এটি কিয়ামতের দিন কুরআন পাঠকারীর সুপারিশকারী হবে। তাই রমজানে কুরআনের বিশেষ অধ্যয়ন করা উচিত। যদি প্রতিদিন অন্তত ১ পারা পড়া হয়, তাহলে পুরো মাসে একবার খতম করা সম্ভব। এছাড়া, কুরআনের অনুবাদ ও তাফসির পড়লে এর মর্মার্থ বোঝা সহজ হবে।


৪. নফল ইবাদত ও নামাজ


রাসুলুল্লাহ ﷺ বলেন, “রমজানে নফল ইবাদত ফরজের মর্যাদাসম্পন্ন হয়ে যায়।” তাই নফল নামাজের প্রতি বিশেষ যত্নবান হওয়া উচিত। যেমন—
ইশরাক: সূর্যোদয়ের পর ২ বা ৪ রাকাত নামাজ
দুহা (চাশতের নামাজ): সকাল ১০-১১টার দিকে ৪-১২ রাকাত
অওয়াবিন: মাগরিবের পর ৬ রাকাত
তাহাজ্জুদ: গভীর রাতে ২-৮ রাকাত, যা রমজানে বিশেষ ফজিলতপূর্ণ


৫. দোয়ার গুরুত্ব


রমজানে দোয়া কবুল হওয়ার বিশেষ সময়গুলো হলো—
সাহরির সময়
ইফতারের পূর্ব মুহূর্ত
কুরআন তিলাওয়াতের পর
শেষ দশকের বেজোড় রাতসমূহ
এই সময়গুলোতে নিজের, পরিবারের, উম্মাহর এবং দুনিয়া-আখিরাতের কল্যাণের জন্য দোয়া করা উচিত।


৬. দান-সদকার গুরুত্ব


রমজানে দান-সদকার উৎসাহিত করা হয়েছে। রাসুলুল্লাহ ﷺ বলেন, “রমজানে দান-খয়রাতের গতি ঝড়ো বাতাসের চেয়েও বেশি ছিল।” বিশেষত, রোজাদারকে ইফতার করানোর ফজিলত অপরিসীম। তিনি বলেন, “যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে।”


রমজান কেবল উপবাসের মাস নয়, বরং আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগি এবং পরোপকারের মাস। তাই এ মাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে ইহকাল ও পরকালের কল্যাণ অর্জন করা উচিত। আল্লাহ আমাদের এই বরকতময় মাস যথাযথভাবে কাটানোর তাওফিক দান করুন। আমিন।


লেখক: ফাযেল, দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ,
মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আহলিয়া নশাসন, শরীয়তপুর।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সাবেক ১২ সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ১২ জন সাবেক সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এসব ফ্ল্যাট বরাদ্দ...

শার্শায় অপহরণ করে যুবদল কর্মির হাত পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় রাজনৈতিক বিরোধের জেরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবদল কর্মীকে অপহরণ করে লোহার রড ও হকিস্টিক দিয়ে হাত পা ভেঙ্গে...

ফেনির মুহুরি নদীতে বিপদসীমার ১৩৭ সে.মি. ওপরে পানি, বাঁধে ভাঙন

ফেনী প্রতিনিধি: ফেনীতে টানা অতিবৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। গত দুই দিনে ৪০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।...

চার হত্যা মামলায় পলাতক চেয়ারম্যান, একমাস পর ঈদ উপহারের চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চারটি হত্যা মামলার আসামী হয়ে প্রায় দুই বছরের অধিক সময় ধরে ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপু পলাতক থাকায় নির্ধারিত সময়ে ঈদুল আজহার...

সম্পর্কিত নিউজ

সাবেক ১২ সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ১২ জন সাবেক সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ...

শার্শায় অপহরণ করে যুবদল কর্মির হাত পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় রাজনৈতিক বিরোধের জেরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবদল কর্মীকে...

ফেনির মুহুরি নদীতে বিপদসীমার ১৩৭ সে.মি. ওপরে পানি, বাঁধে ভাঙন

ফেনী প্রতিনিধি: ফেনীতে টানা অতিবৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত...