সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে তালা

সাজিদুর রহমান সাজিদ,রাবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগে পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদ এবং এক শিক্ষকের বিরুদ্ধে ‘হুমকির’ অভিযোগ তুলে বিভাগের অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। 

সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। 

এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও পরীক্ষা কমিটির সভাপতি মুহা. বেলাল হুসাইনসহ বিভাগের সভাপতি এবং বেশ কয়েকজন শিক্ষক কক্ষের ভেতরে আটকা পড়েন। পরে দুপুর আড়াইটার দিকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা তালা খুলে দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা চারটি দাবি জানিয়েছেন। 

দাবিগুলো হলো:

১.চতুর্থ বর্ষের আটকে থাকা ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে ২.আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষা অবশ্যই সময়মতো নিতে হবে ৩.পরীক্ষা শেষের সর্বোচ্চ এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে ৪.অসদাচরণ ও হুমকির জন্য সহকারী প্রক্টরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং   ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে।

শিক্ষার্থীরা জানান, তাঁদের আগের সেমিস্টারগুলোর ফলাফল প্রকাশে কোনো সেমিস্টারে ৭ মাস, আবার কোনো সেমিস্টারে ৩ থেকে ৪ মাস পর্যন্ত সময় নেওয়া হয়েছে। বর্তমান সেমিস্টারের ফল প্রায় তিন মাস ধরে আটকে আছে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করছে। বিভাগের অন্য ব্যাচগুলোও এই একই সমস্যার ভুক্তভোগী বলে জানা যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ফলাফল প্রকাশের বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি ও সহকারী প্রক্টর মুহা. বেলাল হুসাইনের সঙ্গে আগেও অনেকবার আমরা কথা বলেছি। কিন্তু কোনো সদুত্তর পাননি। আজও এ বিষয়ে কথা বলতে গেলে কোনোরকম আশ্বাস না দিয়ে তাঁদের সঙ্গে অসদাচরণ এবং হুমকি দেন।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, ‘আমাদের তিনটি সেমিস্টারের ফলাফল প্রকাশেই অস্বাভাবিক দেরী হয়েছে। এই সেমিস্টারের ফলও তিনমাস ধরে আটকে আছে। আমরা তিন-চারবার বিভাগে কথা বলতে এসেছি, কিন্তু কোনো সমাধান পাইনি।’

একই বর্ষের শিক্ষার্থী আল-ফাহাদ বলেন, ‘আজকে ফলাফল প্রকাশের বিষয় নিয়ে আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি ও সহকারী প্রক্টর মুহা. বেলাল হুসাইনের সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদেরকে কোনো রকম আশ্বাস না দিয়ে উল্টো হুমকি দেন। তিনি বলেন ‘তোমাদেরকে আমরা দেখে নেব, আমি চাইলে তোমরা ফলাফল নিয়ে বের হতে পারবে না।’ তারই প্রতিবাদে আজকে আমরা তালা দিতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সহকারী প্রক্টর মুহা. বেলাল হুসাইন বলেন, ‘শিক্ষার্থীরা আজই ফলাফল প্রকাশের দাবি জানিয়েছিল। কিন্তু এটা তো সম্ভব না। কিছু কোর্সের রেজাল্ট আমরা এখনো হাতে পাইনি। এজন্য ফলাফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। আগামী সপ্তাহে ফল প্রকাশিত হবে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ ও চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে।...

বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে ঢাবি বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক...

ভারতের পানিতে শার্শা সীমান্তে বন্যা পরিস্থিতির অবনতি: প্রস্তুত আশ্রয়কেন্দ্র

টানা হালকা ও ভারী বর্ষণ এবং ইছামতী নদী দিয়ে ভারতীয় উজানের পানিতে বন্যা প্লাবিত রয়েছে যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা। প্রতিদিন হু হু করে...

সম্পর্কিত নিউজ

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ...

বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে ঢাবি বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য...