পর্তুগালের রাজধানী লিসবনে এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি ফানিকুলার দ্রুতগতিতে নিচে নেমে পাশের বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। এরপর আহতদের উদ্ধার করে লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে দেশি এবং বিদেশি নাগরিক রয়েছেন। তবে এখনও পর্যন্ত বিদেশিদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এই ভয়াবহ দুর্ঘটনার পর পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। লিসবনের সিটি মেয়র কার্লোস মোয়েদা জানিয়েছেন, রাজধানীতে তিন দিনের শোক পালিত হবে। তিনি বলেন, “আমাদের শহরে আগে কখনো এমন মর্মান্তিক ঘটনা ঘটেনি। ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকব।”