প্রতিষ্ঠার দীর্ঘ নয় বছর পর শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রথমবারের মতো পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ (যৌথ দরকষাকষি প্রতিনিধি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে গোলাপফুল প্রতীকে জয়ী হয়েছেন এনামুল-রুবেলের প্যানেল। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো: এনামুল এবং সাধারণ সম্পাদক হন রুবেল হোসেন বিজয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সারা দেশে ২১টি ভোটকেন্দ্রে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সবমিলিয়ে সারাদেশে পল্লী সঞ্চয় ব্যাংকের ৪৯০টি শাখা রয়েছে। এ শাখাগুলোর মাঠসহকারী, ক্যাশ সহকারী ও কম্পিউটার অপারেটররা শুধু সিবিএ নির্বাচনে ভোট দিতে পারবেন।
পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ নির্বাচনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিবন্ধনপ্রাপ্ত ব্যাংকটির তিনটি সংগঠন অংশগ্রহণ করে।
এ তিনটি সংগঠন হলো– পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-২২১৩)। যাদের প্রতীক হচ্ছে “দোয়াত কলম”। (২) পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী পরিষদ, বাংলাদেশ (রেজি: নং বি-২২১৪)। “ছাতা” প্রতীকে লড়ছেন তাঁরা।
এ ছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ (রেজি: নং বি-২২১৫)। আর এদের প্রতীক হচ্ছে ‘গোলাপ’।
এ নির্বাচনে মোট ভোটার ছিলো আট হাজারের বেশি।
ভোটের ফলাফল অনুযায়ী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ (রেজি: নং বি-২২১৫), গোলাপ ৩৮৮২ ভোট পেয়ে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী পরিষদ, বাংলাদেশ (রেজি: নং বি-২২১৪)। “ছাতা” প্রতীকে লড়ে তাঁরা ৩৬৫৯ ভোট পেয়েছেন।
এ ছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-২২১৩) ‘দোয়াত কলম’ ২৬ ভোট পেয়েছে৷