পাকিস্তানের উত্তর পশ্চিমাংশের আফগান সীমান্তবর্তী জেলায় জঙ্গিদের গুলিতে ৬ সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) পাকিস্তানের সামরিক বাহিনী বিষয়টি জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, উত্তর ওয়াজিরিস্তানের একটি এলাকায় জঙ্গিদের সঙ্গে আমাদের সেনাদের গোলাগুলি হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গোলাগুলিতে ৩ জঙ্গীও নিহত হয়েছে।
আফগান সীমান্তবর্তী এই এলাকাটির সীমান্তের দুই পাশেই জঙ্গী তৎপরতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। সেনাদের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত থাকার কথা স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।
এ ঘটনার সপ্তাহখানেক আগেও পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আত্মঘাতী বোমা হামলাকারী দেশটির সামরিক ক্যাম্পে ঢুকে পড়ে। এতে ৩ পাকিস্তানি সেনা নিহত হয়।
এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের পেশাওয়ারে পুলিশ লাইনসের একটি মসজিদে জঙ্গিরা বোমা হামলা চালায়। হামলায় প্রায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল।