সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত

-বিজ্ঞাপণ-spot_img

মে মাসের শুরুর দিকে পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ভারত। অপারেশন সিন্দুর নামে পরিচালিত ভারতের এ অভিযানের সময় পাকিস্তানের পালটা প্রতিরোধের মুখে উন্নত প্রযুক্তির বিমান ধ্বংস হয়৷ এতদিন এ তথ্য অস্বীকার করলেও সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ প্রথমবারের মতো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান।

শনিবার (৩১ মে) ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধবিমান ভূপাতিত হওয়া বড় কথা নয়, বরং কীভাবে সেগুলো ভূপাতিত হলো, সেটিই আসল বিষয়।’

পাকিস্তান দাবি করেছিলো তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটি এসইউ-৩০ রয়েছে।

জেনারেল চৌহান এই সংখ্যাটিকে অস্বীকার করলেও, ভারত যে কিছু যুদ্ধবিমান হারিয়েছে তা স্বীকার করেছেন। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা প্রকাশে অস্বীকৃতি জানান।

যুদ্ধের প্রথমদিকে ভারতের কৌশলগত কিছু ভুল ছিল উল্লেখ করে ভারতীয় এই জেনারেল বলেন, তবে তা দ্রুত সংশোধন করে নতুন করে অভিযান চালিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। তাদের বিমান নির্ভুলভাবে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছে বলে দাবি করেন তিনি।

জেনারেল চৌহান বলেন, এই সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের পর্যায়ে যায়নি।  প্রচলিত যুদ্ধ আর পারমাণবিক যুদ্ধের মধ্যে পরিষ্কার পার্থক্য রয়েছে এবং উভয় পক্ষই সেই সীমারেখা বজায় রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক যুদ্ধ ঠেকাতে ভূমিকা রেখেছেন সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

পাকিস্তানের কাছে চীনের প্রযুক্তি ও অস্ত্র নিয়ে প্রশ্ন উঠলে ভারতীয় সিডিএস দাবি করেন, এসব প্রযুক্তি বাস্তবে কার্যকর ছিল না। চীনা সহায়তা পাকিস্তানকে যুদ্ধক্ষেত্রে কোনো সুবিধা দিতে পারেনি বলে দাবি করেন তিনি।

জেনারেল চৌহান সতর্ক করেছেন ভবিষ্যতে পরিস্থিতি পুরোপুরি নির্ভর করবে পাকিস্তানের আচরণের ওপর। ভারত তার ‘রেড লাইন’ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এবং তা লঙ্ঘন করা হলে কঠিন জবাব আসবে বলে জানান তিনি।

এদিকে পাকিস্তানের হাতে রাফাল ভূপাতিত হওয়ার দাবিকে গুরুত্ব দিয়ে দেখছে ফ্রান্স।

প্যারিসে এক সংবাদ সম্মেলনে ফরাসি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, তারা এই বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং ঘটনাগুলোর সত্যতা যাচাই করছে।

কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘ উত্তাপের পর সরাসরি যুদ্ধেই রূপ নেয়।

বিশ্লেষকদের মতে, এটি গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। ১০ মে উভয় দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে পৌঁছায়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধিকৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি অবাক হয়েছি, মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে ১৪৪ ধারা জারি করতে হয়। এটা তো...

‘জেন-জি রেভলিউশনে’ উত্তাল নেপাল: সংসদে ঢুকে পড়লো জনতা, গুলিতে নিহত ১৪

নেপালজুড়ে বিক্ষোভ শুরু করেছে তরুণরা। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে দেশটিতে তীব্র বিক্ষোভ চলছে।সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশের...

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ভিপিপ্রার্থী শামীমের

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে প্রজেকশন মিটিংয়ের আবেদন না করেই হল প্রশাসনের প্রতি...

কুবি শিক্ষার্থী ‘হত্যা’: মানববন্ধনে বাস দিতে অস্বীকৃতি, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।...

সম্পর্কিত নিউজ

আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধিকৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি অবাক হয়েছি,...

‘জেন-জি রেভলিউশনে’ উত্তাল নেপাল: সংসদে ঢুকে পড়লো জনতা, গুলিতে নিহত ১৪

নেপালজুড়ে বিক্ষোভ শুরু করেছে তরুণরা। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে...

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ভিপিপ্রার্থী শামীমের

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ...