পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কিল্লা আব্দুল্লাহ জেলার গুলিস্তান বাজারে রোববার (১৮ মে) শক্তিশালী একটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জেলা প্রশাসন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ধসে পড়ে এবং আগুন ধরে যায়।
আহতদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়। কিল্লা আব্দুল্লাহর ডেপুটি কমিশনার রিয়াজ খান এই বিষ্ফোরণে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাজারটি ফ্রন্টিয়ার কর্পস দুর্গের (এফসি) দেওয়াল সংলগ্ন। বিস্ফোরণের পর এফসি’স সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকদারীদের গোলাগুলি হয়েছে।
বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান শুরু করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।