পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জার্মানির এক কূটনীতিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। গতকাল সোমবার (৬ জানুয়ারি) এ মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী টমাস জার্গেন বিলেফেল্ড (৫৮) জার্মান দূতাবাসের দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাকোরাম হাইটাসে নিজ বাসভবনে চোখ, নাক ও মুখে রক্তাক্ত অবস্থায় টমাসের মরদেহ পাওয়া যায় বলেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
পাকিস্তান পুলিশ জানিয়েছে, গত সোমবার অফিসে আসেননি টমাস। এরপর দূতাবাস থেকে ফোন দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তী সময় দূতাবাস থেকে একজন কর্মীকে টমাসের বাসভবনে পাঠানো হয়। তবে বাসভবনে পৌঁছালে বাড়ির ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর জার্মান দূতাবাসের কর্মকর্তারা ওই বাসভবনে যায় এবং লক ভেঙে ভেতরে ঢুকে। সেইসময় টমাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর দূতাবাস থেকে পুলিশকে জানানো হলে টমাসের লাশ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশকে বলা হয়েছে, ওই কূটনীতিক হার্টের রোগী ছিলেন। তবে তিনি কখন মারা গেছেন- তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, টমাস গত শনিবার রাত ৭টা ৪৪ মিনিটে শেষবারের মতো হোয়াটস অ্যাপ ব্যবহার করেছেন।
এই ঘটনার জার্মান দূতাবাসের মুখপাত্রের কাছ থেকে ডন জানতে চাইলে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷