আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এ নির্বাচন ঘিরে পাকিস্তানে পিটিআই সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই প্রার্থীর নাম রেহান জেব খান।
দেশটির জাতীয় পরিষদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থনে প্রার্থী হন তিনি।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রেহান জেব খান।
পুলিশ আরও জানিয়েছে, রেহান খান ওই এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। এ সময় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি করেন কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
রেহান খান হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই।
দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, তাঁকে একটি আসনের প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দেওয়া হয়েছিল। পিটিআইয়ের প্রার্থী ও দলীয় সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনায় আসন্ন নির্বাচনে অবাধ হবে কি না, সে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করতে পারছে না পিটিআই। দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন।