মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

পাকিস্তানে ভূমিকম্পের সুযোগ কারাগার থেকে পালালো শতাধিক বন্দি

-বিজ্ঞাপণ-spot_img

পাকিস্তানের করাচির একটি কারাগার থেকে স্থানিয় সময় সোমবার রাতে ২শ’-এর বেশি বন্দি পালিয়ে গেছে।

স্থানীয় কর্মকর্তা ও পুলিশ জানিয়েছেন, দেশটিতে একাধিক ভূমিকম্পের পর আতঙ্কে বন্দিদের তাদের নিজ নিজ সেল থেকে বের হতে দেয়া হলে সুযোগ বুঝে তারা জেল গার্ডদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির প্রাদেশিক আইনমন্ত্রী জিয়া-উল-হাসান লঞ্জার মঙ্গলবার (৩ জুন) ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ভূমিকম্পের কম্পনের কারণে জেল কর্তৃপক্ষ বন্দিদের মালির জেলা কারাগারের আঙিনায় নিয়ে যাওয়ার পর রাত ১২টার আগেই পালানোর ঘটনা শুরু হয় এবং তা মঙ্গলবার ভোর পর্যন্ত চলতে থাকে।

পুলিশ জানায়, কয়েদিরা জেল কর্মীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং গুলিবিনিময়ের পর মূল গেট ভেঙে প্যারামিলিটারি বাহিনীকে ফাঁকি দিয়ে বেরিয়ে যায়।

প্রাদেশিক পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেন, এতে অন্তত একজন কয়েদি নিহত ও তিনজন গার্ড আহত হয়েছেন।

কারাগারের বিপরীতের একটি আবাসিক কমপ্লেক্সের নিরাপত্তা কর্মী বখ্শ বলেন, ‘আমি বেশ কিছুক্ষণ গুলির শব্দ শুনেছি, তারপর কিছুক্ষণ পর দেখি কয়েদিরা সব দিকে ছুটে পালাচ্ছে।

তিনি বলেন, কিছু কয়েদি পুলিশের হাতে আটক হওয়ার আগে আবাসিক কমপ্লেক্সে প্রবেশ করেছিল।

মঙ্গলবার (৩ জুন) কারাগার পরিদর্শনকালে একজন রয়টার্স প্রতিবেদক ভাঙা কাচ ও ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক সরঞ্জাম দেখতে পান। কয়েদিদের পরিবারের সাথে দেখা করার একটি কক্ষ লুটপাটের শিকার হয়েছিল। উদ্বিগ্ন আত্মীয়স্বজনরা কারাগারের বাইরে জড়ো হয়েছিলেন।

এটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় জেল পালানোর ঘটনাগুলোর একটি। করাচির মালির জেলাটিতে ৬,০০০ কয়েদি রয়েছে বলে কারা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

স্থানীয় টিভির ফুটেজে দেখা গেছে, সারারাত ধরে কয়েদিরা এলাকায় ছুটে বেড়াচ্ছিল, কেউ কেউ খালি পায়ে, আর পুলিশ তাদের পিছু নিয়েছিল।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেন, পালানো কয়েদিদের মধ্যে প্রায় ৮০ জনকে আটক করা হয়েছে।

জেল সুপারিনটেন্ডেন্ট আরশাদ শাহ সাংবাদিকদের বলেন, রাতে ২৮ জন জেল গার্ড ডিউটিতে ছিলেন এবং এতো বিপুল সংখ্যক কয়েদির মধ্যে মাত্র কয়েকজন পালাতে পেরেছে।

তবে তিনি স্বীকার করেন যে ওই কারাগারে নিরাপত্তা ক্যামেরা নেই।

জেল কর্মকর্তারা জানান, অনেক বন্দি হেরোইন ব্যবহারকারী ছিল এবং ভূমিকম্পের কারণে তারা আতঙ্কিত হয়ে পড়ে। ভূমিকম্পের কম্পনের কারণে এখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী বলেন, কয়েদিদের সেল থেকে বের হতে দেয়া জেল কর্তৃপক্ষের একটি ভুল ছিল। তিনি এখনও পালিয়ে থাকা কয়েদিদের আত্মসমর্পণের আহ্বান জানান, নতুবা জেল ভেঙে পালানোর জন্য তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হবে।

শাহ বলেন, ‘ছোট অপরাধের অভিযোগও সন্ত্রাসবাদ মামলার মতো বড় হয়ে দাঁড়াবে।’



শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে ছাত্রদল

চব্বিশের রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটেছিল পনেরো বছর ধরে চলা স্বৈরশাসনের। কত তরুণের তাজা প্রাণ ঝরেছিল পুলিশ ও আওয়ামী লীগের চালানো গুলিতে। সেই...

ইরানের ইউরেনিয়াম কোথায়, আমরা জানি না: জাতিসংঘ

১২ দিন ধরে যুদ্ধ চালিয়ে গেছে ইরান-ইসরায়েল। যুদ্ধের শুরুতে বেনায়ামিন নেতানিয়াহু দাবি করেছিল- ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। এই দাবি নিয়ে চালানো হয়...

বিমানবন্দরে ভিভিআইপি-ভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিক মনোযোগের নির্দেশ

সম্প্রতি বিমানবন্দরে একজন উপদেষ্টার লাগেজে তল্লাশি নিয়ে বিতর্কের পর এবার বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন...

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার...

সম্পর্কিত নিউজ

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে ছাত্রদল

চব্বিশের রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটেছিল পনেরো বছর ধরে চলা স্বৈরশাসনের। কত তরুণের...

ইরানের ইউরেনিয়াম কোথায়, আমরা জানি না: জাতিসংঘ

১২ দিন ধরে যুদ্ধ চালিয়ে গেছে ইরান-ইসরায়েল। যুদ্ধের শুরুতে বেনায়ামিন নেতানিয়াহু দাবি করেছিল- ইরান...

বিমানবন্দরে ভিভিআইপি-ভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিক মনোযোগের নির্দেশ

সম্প্রতি বিমানবন্দরে একজন উপদেষ্টার লাগেজে তল্লাশি নিয়ে বিতর্কের পর এবার বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে।...