বুধবার, ১৪ মে, ২০২৫

পাকিস্তান সফর ঝুলে আছে, সরকারের সবুজ সংকেতের  অপেক্ষায়

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

ঘনিয়ে আসছে পাকিস্তানে আসন্ন সিরিজ তবে সিদ্ধান্ত হয়নি এখনো চূড়ান্ত। বিসিবির অপেক্ষা সরকারের গ্রিন সিগন্যালে উপর।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, পাকিস্তানে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, পিএসএলের ফাইনাল হবে ২৫ মে, যেদিন বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি হবার কথা।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে নতুন সূচি পাঠিয়েছে। সেখানে প্রথম টি-টোয়েন্টি রাখা হয়েছে ২৭ মে এবং শেষ ম্যাচ ৫ জুন।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, সরকারের নিরাপত্তা সংস্থা এবং ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের মতামতের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, ‘ট্যুরের তারিখ ও ভেন্যু নিয়ে সরকারিভাবে তথ্য পেলে আমরা তা সরকারের কাছে পাঠাব। বিসিবি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি এখনো। যদি সরকারের নিরাপত্তা সংস্থাগুলো এবং দূতাবাস পাকিস্তানকে ভ্রমণের জন্য নিরাপদ ঘোষণা করে, তাহলে আমরা সফর করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের আগের সভায় সিদ্ধান্ত হয়েছিল, এমন যেকোনো বিষয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। সব পক্ষ থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। অতীতে নিরাপত্তা নিয়ে অনেক উদ্বেগ ছিল, কিন্তু পাকিস্তান প্রমাণ করেছে যে তারা নিরাপত্তা দিতে পারে। তারপরও বর্তমান পরিস্থিতি আমাদের দেখতে হবে, পুরো দেশে স্থিতিশীলতা আছে কিনা।’

পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলবে। ম্যাচ দুটি হবে ১৭ ও ১৯ মে, শারজাহতে। এরপর ২১ মে দলের লাহোরে যাওয়ার কথা।

এখন সবকিছু নির্ভর করছে সরকারের গ্রিন সিগন্যালের ওপর। সরকার থেকে অনুমতি মিললেই চূড়ান্ত হবে পাকিস্তান সফর।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আমি দায়িত্ব নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গা হিসেবে গড়ে তুলবো: উপদেষ্টা আসিফ

আমি নিজে দায়িত্ব নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গা হিসেবে গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী...

নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের আপিলের রায় ১ জুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় আগামী ১ জুন ধার্য করেছে আপিল বিভাগ। বুধবার (১৪ মে)...

গাজায় হাসপাতালে হামলা, এক রাতে নিহত ৮১ 

 গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এক দিনে আরও ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।এছাড়া দক্ষিণ গাজার দুটি হাসপাতালের কাছে চালানো বোমা হামলায় প্রাণ হারিয়েছেন...

ঢাবির ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ...

সম্পর্কিত নিউজ

আমি দায়িত্ব নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গা হিসেবে গড়ে তুলবো: উপদেষ্টা আসিফ

আমি নিজে দায়িত্ব নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গা হিসেবে গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন...

নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের আপিলের রায় ১ জুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের...

গাজায় হাসপাতালে হামলা, এক রাতে নিহত ৮১ 

 গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এক দিনে আরও ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।এছাড়া...