পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর পৃথক অভিযানে সেনাবাহিনী ও ‘সন্ত্রাসীদের’ গোলাগুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন সেনা এবং ১২ জন সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (১৯ মে) আইএসপিআর-এর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ায় নয়জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তারা নিষিদ্ধঘোষিত টিটিপি’র সদস্য এবং ভারতের সমর্থনপুষ্ট।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে লাক্ষি মারওয়াত জেলায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়েছে। অভিযানের সময় পাকিস্তান সেনাবাহিনী কার্যকরভাবে ভারতীয় মদদপুষ্ট পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে।
এ ছাড়া বান্নু জেলায় আরও দুইজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি পাক আইএসপিআরের। পরবর্তীতে নর্থ ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায়। এতে আরও দুই সন্ত্রাসীকে হতার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
এছাড়া সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলির সময় দুইজন সেনা সদস্য নিহত হয়েছে বলে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়। নিহতরা হলেন সিপাহী ফরহাদ আলি তুরি, ল্যান্স নায়েক সাবির আফ্রিদি।
তবে পাকিস্তান বাহিনীর এসব দাবি নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি টিটিপি।