অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের আসন কিশোরগঞ্জে-৬ এর ১৩৯ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটগ্রহণ বন্ধ করে দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব উপজেলা) আসনের মোট ভোটার ৩ লাখ ৯৯ হাজার ২৪২ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৫২৮ জন ও নারী ১ লাখ ৯৩ হাজার ৭১২ জন ভোটার রয়েছেন।
এ আসনে নৌকার প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং স্বতন্ত্র মোহাম্মদ আব্দুছ ছাত্তারসহ সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।