মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন চায় ৭১ শতাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

জাতীয় সংসদ কাঠামোয় বড় পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন দেশের অধিকাংশ নাগরিক। জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ মানুষ আনুপাতিক বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত প্রকাশ করেছেন। এছাড়া, ৬৯ শতাংশ অংশগ্রহণকারী ত্রিকক্ষবিশিষ্ট আইনসভা— জাতীয় সংসদ ও সিনেট গঠনের পক্ষে মত দেন। ৬৩ শতাংশ মানুষ ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্দিষ্ট নারী আসন সংরক্ষণের প্রস্তাবকে সমর্থন করেছেন। একইভাবে, ৬৭ শতাংশ অংশগ্রহণকারী জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাবে সম্মতি জানান।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্মেলন কক্ষে আয়োজিত সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, আইনসভা সংস্কার বিষয়ে জনমত জানাতে ৬৪ জেলার নাগরিকদের নিয়ে ব্যাপক জরিপ পরিচালনা করা হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন ১ হাজার ৩৭৩ জন উত্তরদাতা, যার মধ্যে নারী ৩৩৫ জন, পুরুষ ১ হাজার ৩৩ জন এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। জরিপটি মে থেকে জুলাই মাসের মধ্যে সম্পন্ন হয়। এতে মোট ৪০টি প্রশ্ন রাখা হয়, যার উত্তর দেন অংশগ্রহণকারীরা।

এছাড়াও, জরিপ চলাকালে ১৫টি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের মতামত জানান। এই উদ্যোগের মাধ্যমে আইনসভা সংস্কার প্রস্তাবের বিষয়ে দেশের সর্বস্তরের মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে।

জরিপে আরও দেখা গেছে, দেশের আইনসভা কাঠামো সংস্কারে নাগরিকদের উল্লেখযোগ্য অংশ সমর্থন জানিয়েছেন। জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ মানুষ ত্রিকক্ষবিশিষ্ট আইনসভা (জাতীয় সংসদ ও সিনেটসহ) গঠনের পক্ষে মত দিয়েছেন।

এছাড়া, ৬৩ শতাংশ অংশগ্রহণকারী ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্দিষ্ট নারী আসন সংরক্ষণকে সমর্থন করেছেন। ৭১ শতাংশ মানুষ আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে এবং ৬৭ শতাংশ অংশগ্রহণকারী জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাবকে সমর্থন করেছেন।

জরিপের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সংসদীয় ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য রক্ষা, অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং বিরোধী দলের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে নাগরিকরা সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছেন।

সভায় উপস্থিত ছিলেন— সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সুজনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কেন্দ্রীয় সমন্বয়কারী জিল্লুর রহমান, সদস্য এ কে এম আজাদ প্রমুখ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া ও ক্ষেমিড়দিয়া গ্রামে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন দুই যুবক। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা...

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০:৩০ মিনিটের সময় দরজা...

বিল দখল করে কোটি টাকার মাছ চুরির অভিযোগ কৃষকলীগ নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে।মঙ্গলবার(১২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহরের একটি...

পাকিস্তান সেনাপ্রধানকে বিন লাদেনের সঙ্গে তুলনা পেন্টাগন কর্মকর্তার

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। তাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন তিনি।মঙ্গলবার...

সম্পর্কিত নিউজ

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া ও ক্ষেমিড়দিয়া গ্রামে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন দুই...

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) মরদেহ উদ্ধার...

বিল দখল করে কোটি টাকার মাছ চুরির অভিযোগ কৃষকলীগ নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষকলীগের সাধারণ...