বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল মায়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেয়েছেন এমন অভিযোগ তুলে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ভাবমূর্তি খর্ব হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির সাবেক শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ বিতর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল—দ্য ল্যানসেট।
তাদের প্রতিবেদনে, দুর্নীতির মাধ্যমে পুতুলের পদ অর্জনের অভিযোগে দুদকের তদন্তের বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম সেসব জানান ল্যানসেটকে।
এ প্রসঙ্গে অভিযোগ রয়েছে, পুতুলের পদ নিশ্চিতে ক্ষমতার অপব্যবহার করেছেন তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।