সোমবার, ১৪ জুলাই, ২০২৫

পুরান ঢাকায় হত্যাকাণ্ডের শিকার সোহাগের পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

পুরান ঢাকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি। এছাড়া, দলটির পক্ষ থেকে সোহাগের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল রোববার (১৩ জুলাই) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় তিনি নিহত সোহাগের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ ঘোষণা দেন। এসময় পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনসভায় নূরুল ইসলাম মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এসেছি এই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে। সোহাগ শুধু রাজনৈতিক কর্মী নন, ছিলেন এক সংগ্রামী তরুণ। তার নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, এই ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার কিছু নেই। আমরা চাই দ্রুত ও সুষ্ঠু বিচার হোক। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

জনসভায় নিহত সোহাগের স্ত্রী লাকি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে দিনের আলোয় পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে বলছি—এমন নিষ্ঠুরতা যেন আর কেউ না করে।

এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন। তাঁরা সবাই সোহাগ হত্যার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় তার নামে থাকা একাধিক সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ...

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেফতার

বিদেশে উচ্চশিক্ষার নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেফতার করেছে...

জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় শহীদ’ ঘোষণার নির্দেশ কেন নয়

জুলাইয়ের ২৪-এর অভ্যুত্থানে নিহত আবু সাঈদ ও মুগ্ধসহ অন্যান্য ব্যক্তিকে ‘জাতীয় শহীদ’ ঘোষণা এবং নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা সংক্রান্ত রিটের প্রাথমিক...

স্টেশন মাস্টারের ভুলে যাত্রী রেখে চলে গেলো ট্রেন, ভোগান্তিতে শত শত যাত্রীরা

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে সিগন্যালের ভুলে যাত্রী রেখে ট্রেন চলে গেলো অন্য স্টেশনে। এতে দুর্ভোগের মুখে পড়েছেন শত শত যাত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্টেশন...

সম্পর্কিত নিউজ

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও...

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেফতার

বিদেশে উচ্চশিক্ষার নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএসবি গ্লোবাল...

জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় শহীদ’ ঘোষণার নির্দেশ কেন নয়

জুলাইয়ের ২৪-এর অভ্যুত্থানে নিহত আবু সাঈদ ও মুগ্ধসহ অন্যান্য ব্যক্তিকে ‘জাতীয় শহীদ’ ঘোষণা এবং...