বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পুলিশের সামনে সাংবাদিকের ওপর হামলা, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন

-বিজ্ঞাপণ-spot_img

সংবাদ সংগ্রহকালে স্থানীয় স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার ফটো সাংবাদিক ইমরান হোসেনের ওপর সন্ত্রাসী হামলা ও বেধড়ক মারপিটের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করেছে কুষ্টিয়ার সাংবাদিকরা।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।এসময় দোষীদের আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেবারও হুঁশিয়ারি দেয়া হয়।

মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী, বাংলাভিশনের প্রতিনিধি হাসান আলী, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন-উজ জামান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নূরন্নবী বাবু, দেশ টিভির স্টাফ রিপোর্টার নাহিদ হাসান তিতাস সহ অন্যান্যরা।

প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর
বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সামনে ন্যক্কারজনক হামলার শিকার হয়েছেন ফটো সাংবাদিক ইমরান। এটা মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে। চিহ্নিত হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে যদি পুলিশ তাদের গ্রেপ্তার করতে না পারে। তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

এ বিষয়ে দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ বলেন, পুলিশের সামনে ইমরানের ওপরে হামলা করা হয় এবং তাকে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কারা হামলা করেছে। তবে কোন এক অদৃশ্য কারণে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচী দিবো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চিত্র সাংবাদিক ইমরান হোসেন রোববার সকাল সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া শহরের ফুলতলা এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র ইব্রাহিম (৬) নিহত হয়। এতে তার দাদী আহত হন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায় ইমরান। “দৈনিক খবরওয়ালা” পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ চলাকালে চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩) সহ আরও ১০/১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং নাক, পিঠ ও মাথা কেটে রক্তাক্ত জখমের করে। ‘মেঘ না চাইতেই জল’ স্লোগান দিয়ে দিয়ে ইমরানকে মারপিট করা হয়। যার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও ইমরান হোসেনের থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। এরপর বাংলা টিভির ক্যামেরা পার্সন আলিম সহ অনান্য সাংবাদিকরা ইমরানকে উদ্ধার করে।

কুষ্টিয়ার পুলিশ পুলিশ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ।

মেজবা উদ্দিন পলাশ, কুষ্টিয়া প্রতিনিধি

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ইবিতে সাংবাদিককে মারধর, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিন্দা 

জুলাই আন্দোলনকারীদের 'দুর্বৃত্ত' আখ্যা, অবৈধভাবে হলে অবস্থান এবং বিভিন্ন সময়ে ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাস সাংবাদিক ওয়াসিফ আল আবরারকে মারধর...

চাঁদাবাজির অভিযোগে বিএনপি-যুবদল নেতাসহ আটক ৩

নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে তিনটি মোটরসাইকেলসহ ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদকসহ ৩জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ...

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকবৃন্দ...

সীমান্ত উত্তেজনা নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

কাশ্মীরের পেহেলগাও এলাকায় নৃশংস জঙ্গী হামলা ঘিরে পাকিস্তানকে দায়ী করার প্রেক্ষাপটে নতুন করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এবার কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করছে...

সম্পর্কিত নিউজ

ইবিতে সাংবাদিককে মারধর, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিন্দা 

জুলাই আন্দোলনকারীদের 'দুর্বৃত্ত' আখ্যা, অবৈধভাবে হলে অবস্থান এবং বিভিন্ন সময়ে ছাত্রলীগের সাথে জড়িত থাকার...

চাঁদাবাজির অভিযোগে বিএনপি-যুবদল নেতাসহ আটক ৩

নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে তিনটি মোটরসাইকেলসহ ইউনিয়ন বিএনপির...

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের...