কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মুখে মাস্ক পরা দুর্বৃত্তরা এক প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা ও লুটপাট চালিয়েছে। এ সময় একজন নারীর ওপর হামলা চালানো হয়।
গতকাল রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে প্রবাসী সাদ্দাম হোসেনের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী সাদ্দাম হোসেন জানান, পার্শ্ববর্তী বাড়ির আব্দুল বারেকের ছেলে মাসুম, লোকমান, মাহফুজ, নোমান, মামুনসহ ২০-২৫ জন মুখে মাস্ক পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ঘরে প্রবেশ করে, এরপর নগদ পাঁচ লক্ষ টাকা, স্ত্রী ও মেয়ের সাত ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান আসবাবপত্র লুটে নিয়ে যায়।
সাদ্দাম জানান, গরুর খামার স্থাপনের উদ্দেশ্যে তিনি ঘরে এই অর্থ রেখেছিলেন। তার স্ত্রী সালমা হোসেন বাধা দিতে গেলে হামলাকারীরা তার মাথায় আঘাত করে এলোপাতাড়ি পিটুনি দিতে থাকে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বারেক পরিবার তাদের চল্লিশ শতক জমি দাবি করে আসছিল। হামলার সময় হামলাকারীরা জমির কাগজপত্রও নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল বারেকের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।