শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

প্রত্যাশিত স্থানে সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগও 

১৮ জানুয়ারি, ২০২৫, ০৫:১১ অপরাহ্ণ

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের সমাবেশের অনুমতির বিষয়টিও প্রত্যাখ্যান করেছে ডিএমপি।

রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে বিএনপি, আওয়ামী লীগসহ ৯টি রাজনৈতিক দল।  নয়াপল্টনের বিএনপির তাদের দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহারাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পুলিশের অনুমতি চেয়েছিল।

এদিকে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন (যুবলীগ, স্বেচ্ছ্বাসেবক লীগ ও ছাত্রলীগ) সমাবেশের অনুমতি চেয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে।

এ ছাড়াও বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে ইসলামী আন্দোলনের অনুমতির বিষয়ে এখনো জানা না গেলেও দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশ করতে দিতে অস্বীকৃতি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৬ জুলাই) বিকেলে দলটিকে ঢাকা মেট্রেপলিটন পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। এর আগে বিএনপিকেও নয়াপল্টন এবং সোহারাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার কথা জানায় পুলিশ।

নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হিসেবে সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করতে পরামর্শ দিয়েছে পুলিশ।

আওয়ামী লীগ ও অন্যান্য দলগুলোকে অনুমতি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার গণমাধ্যমকে জানান, কোনো দলকেই এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি না পেয়ে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমাবেশ করার আগ্রহের কথা জানিয়েছে আওয়ামী লীগ।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ