বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো, এটা স্মরণীয় ঘটনা: ড. ইউনূস

-বিজ্ঞাপণ-spot_img

পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে, এক নোবেল বিজয়ীর বিরুদ্ধে আরেক নোবেল বিজয়ী মামলা করেছে বললেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার দুপুরে দুদকের করা অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

ড. ইউনূস বলেন, ‘এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। এটা একটা দেখার মতো দৃশ্য। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এ অভিশপ্ত জীবনের একটা অংশ।’

তিনি বলেন, ‘আমরা নোবেল পুরষ্কারের কথা সবাই জানি। দুটো নোবেল পুরষ্কার দেওয়া হয়েছিল। একটা আমার নামে, আরেকটা গ্রামীণ ব্যাংকের নামে। দুটোরই সম্মান মর্যাদা। এটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না, দুটোই ইনডিপেন্ডেন্ট। পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে, এক নোবেল বিজয়ীর বিরুদ্ধে আরেক নোবেল বিজয়ী মামলা করেছে, দুদকে হাজির হয়েছে। এটা আমাদের কপালে হয়েছে, এটা অভিশাপের একটা অংশ। এই অভিশাপ আমরা বহন করে যাচ্ছি।’

ড. ইউনূস বলেন, বিষয়টা এমন হয়েছে যে  এটা এমন হয়েছে যে পিতা-পুত্রের সম্পর্কের মতো দুই নোবেল বিজয়ী, আমার কারণে যেটা সৃষ্টি হয়েছে, নোবেল পুরষ্কার পেয়েছে সেটাও আমার সঙ্গে সম্পৃক্ত থেকে, কিন্তু তারা আমার বিরুদ্ধে এমনভাবে নিয়ে আসল, খুব কঠিন ভাষায়, রূঢ় ভাষায় আক্রমণ করল।

তিনি আরও বলেন, ‘অভিযোগ থাকতে পারে, কিন্তু রূঢ় ভাষায় আক্রমণ করে অভিযোগ করল, যে অভিযোগের ভিত্তি নেই। ঘটনার মধ্যে কোনো সত্যতা তো নেই, যে জিনিস দিয়ে দিয়েছিলাম, সেটার জন্যই আমাকে অভিযুক্ত করা হলো যে অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি।’

ড. ইউনূস বলেন, ‘এ পর্যন্ত যত অভিযোগ এসেছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে, এটা আমার মনে কঠিনভাবে দাগ কেটেছে, কষ্ট লেগেছে কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে। কেন আমাদের এ অভিশাপ বহন করতে হচ্ছে, সেটা আমাদের আইনজীবী বলবেন।’

‘বহুদিন গেছে আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। কোনো নিস্তার নেই, একটার পর একটা চলছে। অভিশপ্ত জীবনের একটা বড় পর্যায়ে পৌঁছে গেছি,’ যোগ করেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘এটা দেব-দেবীর ইচ্ছা। এখানে আমার কিছু করার নেই। দেব-দেবীরা ঠিক করেন যে একে অভিশাপ দিতে হবে, অভিশাপ দিয়েছে আমাকে। অনেক কাঠখড় পুড়িয়ে তাদের সন্তুষ্ট করতে হবে।’

ড. ইউনূস আরও বলেন, ‘দেশের নাগরিক হিসেবে বলতে চাই, কেন কারও বিরুদ্ধে মিথ্যা মামলা হবে? আমার সহকর্মীরা তাদের জীবন দিয়ে দিয়েছে মানুষের উপকারের জন্য, তাদের কেন হেনস্তা করতে হবে। তাদেরকে লোহার খাঁচায় কেন ঢুকতে হবে।’    

আজ শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন দুদকের করা অর্থ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের তারিখ আগামী ১১ জুন নির্ধারণ করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। বিবাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শাহিনুর ইসলাম ড. ইউনূসসহ ১৪ আসামিকে অব্যাহতি দেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পাঁচবিবিতে আইপিএম সমবায় স্থবির, সদস্যদের সঞ্চয় অনিশ্চিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের আইপিএম সদস্য বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও ভেলকিবাজিতে কার্যত স্থবির হয়ে পড়েছে। সদস্যদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা আজ কেবল...

সাজিদ হত্যা ও স্বৈরাচারের বিচারের দাবিতে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর খুনীদের গ্রুেফতার ও আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল...

কুমিল্লা-সিলেট মহাসড়ক;টেকসই সংস্কার ও চার লেনে উন্নীত করণের দাবীতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

আব্দুল আলীম/ দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা, সড়কের নাজেহাল অবস্থা, নিম্নমানের সংস্কারে খানাখন্দ, যানজট নিরসন, দূর্ঘটনা, জনদুর্ভোগ ও সড়কের দুই পাশে  মাটি...

ব্রাহ্মণবাড়িয়ায়  অর্ধ কোটি  টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ আগষ্ট)...

সম্পর্কিত নিউজ

পাঁচবিবিতে আইপিএম সমবায় স্থবির, সদস্যদের সঞ্চয় অনিশ্চিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের আইপিএম সদস্য বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও ভেলকিবাজিতে...

সাজিদ হত্যা ও স্বৈরাচারের বিচারের দাবিতে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর খুনীদের গ্রুেফতার ও আওয়ামী লীগের দোসরদের বিচারের...

কুমিল্লা-সিলেট মহাসড়ক;টেকসই সংস্কার ও চার লেনে উন্নীত করণের দাবীতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

আব্দুল আলীম/ দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা, সড়কের নাজেহাল অবস্থা, নিম্নমানের সংস্কারে...