সংযুক্ত আরব আমিরাতের জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২ ডিসেম্বর। ম্যাচ চলবে জানুয়ারি ৪ তারিখ পর্যন্ত।
এই টুর্নামেন্টের চতুর্থ আসরে এসে খেলোয়াড়দের দলে নেওয়ার ক্ষেত্রে এক বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে আয়োজন সংশ্লিষ্টরা। প্লেয়ার্দের সরাসরি চুক্তির বদলে প্রথমবারের মতো এবার হবে নিলাম।
এই আসরের নিলাম হবে এশিয়া কাপের পরপরই, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর।
এদিকে এশিয়া কাপ ভারতে হওয়ার কথা থাকলেও এবারের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। সেখানে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর।
প্রথমবারের মতো নিলাম হতে যাওয়া এই টুর্নামেন্টে দল রয়েছে ৬টি। ৩৪ ম্যাচের টুর্নামেন্টে দলগুলো ৭৮ জন খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পাবে। বাজেট দেওয়া হয়েছে ৪৮ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ কোটি টাকা।