১৮ জানুয়ারি, ২০২৫

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকিদাতা’ সেই বিএনপি নেতা গ্রেপ্তার

১৮ জানুয়ারি, ২০২৫

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিক নগরীর ভেড়ীপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে আজ বেলা ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে বলেন, চাঁদের বিরুদ্ধে মেট্রোপলিটন থানায় চারটি মামলা হয়েছে। মেট্রোপলিটনের বাইরে জেলায় আরও ২-৩টি মামলা হয়েছে। পুঠিয়া থানায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। খুব দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার গ্রেপ্তারের বিষয়ে বলেন, তথ্য ছিল তিনি মহানগরের ভেতরেই আছেন। তবে তিনি আত্মগোপনে চলে যাবে।

সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত শুক্রবার রাজশাহীর পুঠিয়ায় শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে ‘হত্যার’ হুমকি দেন চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’

spot_img

সর্বশেষ

আরও সংবাদ