প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে। এই সফর পুনঃনির্ধারণের ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, শিগগিরই সফরটি অনুষ্ঠিত হবে। আমরা সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করিনি। তারিখটি পরে ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার(২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকি শুনসুকের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমনটা জানান।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
একটি সূত্রে জানা যায়, জাপানে কোভিড পরিস্থিতি অবনতি ঘটার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর আপাতত স্থগিত করা হয়েছে।
আগামী ২৯ নভেম্বর তিন দিনের দ্বিপক্ষীয় সফরে জাপান যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এর আগে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে জাপানের সহকারী মন্ত্রী দুই দিনের সফরে অক্টোবরে বাংলাদেশে আসেন। তিনি ২৭ অক্টোবর সকালে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।