যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী ও শেখ হাসিনার ভাইপো টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার জন্য আবেদন করেছেন। ঢাকার দুর্নীতি দমন কমিশনের (ACC) বিরুদ্ধে করা নানা অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারের পদ থেকে পদত্যাগ করেন।
টিউলিপ সিদ্দিক গতকাল (রোববার) প্রধান উপদেষ্টাকে একটি চিঠি পাঠিয়ে লন্ডন সফরের সময় বিতর্কটি পরিষ্কার করার সুযোগ চান। প্রধান উপদেষ্টা আগামী সপ্তাহে লন্ডনে থাকবেন, যেখানে তিনি কিং চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে কেয়ার স্টারমারের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
টিউলিপ চিঠিতে উল্লেখ করেছেন, ঢাকা থেকে আসা দুর্নীতি দমন কমিটির অভিযোগের ভিত্তিহীনতা সম্পর্কে আলোচনা করে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করবেন। তিনি জানান, “আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত দশ বছর ধরে হামপস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার বাংলাদেশে কোনো ব্যবসা বা সম্পত্তি নেই।”
তবে ACC টিউলিপের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু করেছে। রুপপুর পারমাণবিক প্রকল্প থেকে সুবিধা নেওয়া, রাজউক থেকে অবৈধ জমি অধিগ্রহণ এবং অর্থপাচারের অভিযোগ তুলেছে কমিশন। গত ১৭ ডিসেম্বর থেকে ACC পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়মের তদন্ত শুরু করেছে।
১৩ জানুয়ারি টিউলিপ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুুর্বাচল নিউ টাউন প্রকল্পের জমি দখলের মামলাও দায়ের করা হয়েছে। ১৫ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট বিনা মূল্যে গ্রহণের অভিযোগে মামলাও করা হয়।
১৫ মে ACC জানিয়েছে, নিয়মিত পদ্ধতিতে টিউলিপকে দেশে আনা না গেলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে।
টিউলিপ সিদ্দিক ২০১৫ সাল থেকে লেবার পার্টির সংসদ সদস্য ছিলেন। ১৪ জানুয়ারি এ দুর্নীতি অভিযোগের প্রেক্ষিতে তিনি সিটি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। এই ঘটনা দুটি দেশের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে এবং বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত।