সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার পেলেন নোবিপ্রবির শিক্ষার্থী

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

“মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্য ও পেশাগত সেফটি দিবস ২০২৫” উপলক্ষে শ্রম মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ের প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থী শামা জাবীন অর্পা।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত মূল্যায়নে শামার লেখা বিশেষভাবে প্রশংসিত হয় এবং তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন।শামা জাবীন অর্পার এই অর্জনে নোবিপ্রবি পরিবারে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল , “শিক্ষার্থীদের এমন সফলতা আমাদের অনুপ্রাণিত করে। শামার এই কৃতিত্ব আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”সহপাঠীরা জানান, শামা জাবীন অর্পা বরাবরই লেখালেখিতে সক্রিয় এবং সমাজ সচেতন বিষয়ে তার গভীর আগ্রহ রয়েছে। শামার লেখনী যেমন বাস্তববাদী, তেমনি মানবিক চেতনায় উজ্জ্বল।

অভিব্যক্তি প্রকাশ করে শামা বলেন, “জাতীয় পর্যায়ে এমন একটি স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। দেশের প্রধানের সঙ্গে সরাসরি কথা বলা, তাঁর সঙ্গে করমর্দন করা—এটা নিঃসন্দেহে আমার জীবনের একটি বড় অর্জন। শুরুতে মঞ্চে উঠতে গিয়ে একটু নার্ভাস লাগছিল, কিন্তু ড. ইউনুস স্যার আমাকে দেখে হাসিমুখে কথা বললেন—তাতেই আমার সব সংকোচ কেটে যায়।’

তিনি বলেন, এই মুহূর্তটি আমার জীবনের এমন এক স্মৃতি, যেটি আমি যেন মনের ফ্রেমে বেঁধে রাখতে চাই। তবে সবচেয়ে বড় প্রাপ্তি হলো—আমি আমার লেখার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরতে পেরেছি। সেটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান।”

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় শহীদ’ ঘোষণার নির্দেশ কেন নয়

জুলাইয়ের ২৪-এর অভ্যুত্থানে নিহত আবু সাঈদ ও মুগ্ধসহ অন্যান্য ব্যক্তিকে ‘জাতীয় শহীদ’ ঘোষণা এবং নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা সংক্রান্ত রিটের প্রাথমিক...

পুরান ঢাকায় হত্যাকাণ্ডের শিকার সোহাগের পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি

পুরান ঢাকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি। এছাড়া,...

স্টেশন মাস্টারের ভুলে যাত্রী রেখে চলে গেলো ট্রেন, ভোগান্তিতে শত শত যাত্রীরা

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে সিগন্যালের ভুলে যাত্রী রেখে ট্রেন চলে গেলো অন্য স্টেশনে। এতে দুর্ভোগের মুখে পড়েছেন শত শত যাত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্টেশন...

চানখারপুলে ৬ হত্যা : ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ জনের বিচার শুরু

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান...

সম্পর্কিত নিউজ

জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় শহীদ’ ঘোষণার নির্দেশ কেন নয়

জুলাইয়ের ২৪-এর অভ্যুত্থানে নিহত আবু সাঈদ ও মুগ্ধসহ অন্যান্য ব্যক্তিকে ‘জাতীয় শহীদ’ ঘোষণা এবং...

পুরান ঢাকায় হত্যাকাণ্ডের শিকার সোহাগের পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি

পুরান ঢাকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও...

স্টেশন মাস্টারের ভুলে যাত্রী রেখে চলে গেলো ট্রেন, ভোগান্তিতে শত শত যাত্রীরা

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে সিগন্যালের ভুলে যাত্রী রেখে ট্রেন চলে গেলো অন্য স্টেশনে। এতে...