কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় বিএনপি ও যুবদলের ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. নয়ন চৌধুরী (৪৫), ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল (৩৫) ও বিএনপি কর্মী মো. হানিফ (৪৩)। নয়ন চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনার খোন্দকারপাড়ার, ইসমাইল উত্তর কাহারিয়াঘোনার ঘাটপাড়ার ও হানিফ দক্ষিণ বাটাখালী এলাকার বাসিন্দা।
চকরিয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মনোহর আলম গ্রেপ্তার নেতাদের পদবি নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বাটাখালী এলাকার প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে ছয় সদস্যের একটি ডাকাতদল প্রবেশ করে। দারোয়ান রবি দাশকে (৫০) ছুরিকাঘাত করে জিম্মি করে ডাকাতরা। পরে পরিবারের নারী সদস্যদের গলায় ছুরি ধরে তিন ভরি স্বর্ণ, চার ভরি রুপা ও ১২ হাজার টাকা লুট করে তারা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার পর পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা হয় এবং নয়ন, ইসমাইল ও হানিফকে গ্রেপ্তার করা হয়। নয়নের স্বীকারোক্তি অনুযায়ী, তার শয়নকক্ষের ফ্রিজের পেছনে লুকিয়ে রাখা ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শ্রীমন্তের স্ত্রী রুবি দাশ বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার তিনজনকে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।