নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের তিন শ’ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় বুয়েটের এক ছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুজন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ঘটনা সূত্রে জানা যায়, বুয়েটের তিন শিক্ষার্থী ৩০০ ফিট এলাকায় রাস্তার পাশে থেমে পুলিশকে তাদের নথিপত্র দেখাচ্ছিলেন। ঠিক তখনই, হঠাৎ করে একটি গাড়ি—যা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে চালাচ্ছিলেন—স্থির বাইকগুলোর ওপর দিয়ে উঠে যায়। এতে একজন শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান, এবং বাকি দুইজন গুরুতর আহত হয়ে দ্রুত হাসপাতালে ভর্তি হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং দুর্ঘটনার আগে গাড়ি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিলেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এটা নিছক বেপরোয়া চালনা।”
এদিকে দুর্ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলেই উপস্থিত থাকলেও শুরুতে তারা মামলাটি নিতে অস্বীকৃতি জানিয়েছে। মামলা গ্রহণের পরেও, পুলিশ এবং সেনা বাহিনী উভয়ের বিরুদ্ধে অভিযুক্তকে রক্ষা করার অভিযোগ উঠেছে।