নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় চাঞ্চল্যকর এক গুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১লা মে) রাত ৮ টার দিকে আফসার করিম প্লাজার সামনে দুর্বৃত্তরা সিটি ব্যাংকের পাশ থেকে ওই মার্কেটের মালিক আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ফল ব্যবসায়ী উত্তম জানান, ঘটনার সময় আলহাজ্ব নান্টু সাহেব পাগলা বাজারে ঘুরে ঘুরে ফল কিনছিলেন। তিনি গাড়িতে উঠার মুহূর্তে দুইজন যুবক হঠাৎ করেই এলোপাতাড়ি গুলি চালায়। গুলির শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির সময় দ্রুত ভুক্তভোগী নান্টু নিজ গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে ফতুল্লা অভিমুখে চলে যান। তার ব্যবহৃত গাড়ির কাঁচে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর থেকেই পাগলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।