সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণায় ফ্রান্সের ওপর চটেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

-বিজ্ঞাপণ-spot_img

ফিলিস্তিনে অনবরত বোম্বিং করে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। নেপথ্যে সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজা উপত্যাকায় জরুরি বিষয়বস্তু প্রবেশের পথ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এতে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের বাসিন্দারা। এ অবস্থায় জাতিসংঘের সাধারণ পরিষদে সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্স স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুক্রবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন— তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ বেপরোয়া এই সিদ্ধান্ত হামাসের প্রোপাগান্ডাকে সহায়তা করবে এবং সেখানে শান্তিস্থাপন প্রক্রিয়াকে আরও পিছিয়ে দেবে। গত ৭ অক্টোবর যারা হামাসের হামলার শিকার হয়েছিলেন, ম্যাক্রোঁর ঘোষণা তাদের প্রতি চপোটাঘাত।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ম্যাক্রোঁর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরস্কৃত করে এবং আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি তৈরি করে। এই পরিস্থিতিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার অর্থ ইসরায়েলকে ধ্বংস করার জন্য একটি লঞ্চ প্যাড স্থাপন করা।’

নেতানিয়াহু আরও বলেন, ‘স্পষ্ট করে বলতে গেলে, ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশাপাশি কোনও রাষ্ট্র চায় না; তারা ইসরায়েলের পরিবর্তে একটি রাষ্ট্র চায়’।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও ফ্রান্সের এই পদক্ষেপকে ‘লজ্জাজনক এবং সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘ইসরায়েল এমন একটি ফিলিস্তিনি সত্তা প্রতিষ্ঠা করতে দেবে না, যা আমাদের নিরাপত্তার ক্ষতি করবে, আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে।’

এর আগে, বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ম্যাক্রোঁ ঘোষণা দেন- আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। পরে এক এক্স বার্তাতেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে ম্যাক্রোঁ লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি তার ঐতিহাসিক প্রতিশ্রুতি বজায় রেখে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।’


তিনি বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো গাজায় চলমান যুদ্ধের সমাপ্তি এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব, তবে আমাদের এখনই একটি যুদ্ধবিরতি প্রয়োজন। সেই সঙ্গে সব বন্দীকে মুক্তি দিতে হবে এবং গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।’

এছাড়া হামাসকে নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, গাজাকে নিরাপদ এবং পুনর্নির্মাণ করা দরকার। আমরা ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। এর জন্য ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে।


প্রসঙ্গত, জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে অন্তত ১৪২টি দেশ বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিসহ বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ তা করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন মে মাসে ইঙ্গিত দেয় যে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু ম্যাক্রোঁর এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং জি-৭ সদস্য ও ইউরোপের বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে এই পদক্ষেপ নেবে ফ্রান্স।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল আমান আজমী।রোববার(২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ফেস...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি,...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে সম্প্রতি এ নিয়ে সরব...

সম্পর্কিত নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল...