শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

ফিলিস্তিনের গাজা উপত্যাকা। এখন ধংসস্তুপ আর লাশের নগরী। দখলদার ইসরায়েলি বাহিনীর অনবরত নৃশংস হামলায় মৃত্যু এখন শুধু এক সংখ্যা। এমন নৃশংস হামলার মধ্যেই এবার বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সেই তালিকায় যোগ দিয়েছে কানাডা।

গত বুধবার (৩০ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক ঘোষণায় জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।

মার্ক কার্নি সাংবাদিকদের বলেন, ‘অটোয়া আশা করেছিল, শান্তি আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জন করা যাবে, কিন্তু সেই পদ্ধতি ‘আর টেকসই নয়’। কানাডা ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়।’

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হলো-ফিলিস্তিনের ভবিষ্যতে হামাস কোনো ভূমিকা পালন করতে পারবে না এবং কোনো নির্বাচনেও অংশ নিতে পারবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে বেসামরিকীকৃত হতে হবে অর্থাৎ কোনো সেনাবাহিনী থাকতে পারবে না।

তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এই শর্তগুলো ফিলিস্তিনের গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে পারে। তবে কার্নি বলছেন, ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের অর্থ হলো সেই সব মানুষের পাশে দাঁড়ানো যারা সহিংসতা বা সন্ত্রাসবাদের পরিবর্তে শান্তিকে অগ্রাধিকার দেয়।’

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে এরই মধ্যে কমপক্ষে ১৪২টি দেশ বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ এখনও স্বীকৃতি দেয়নি।

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন গত মে মাসে জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।

একই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যও। গত মঙ্গলবার (২৯ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরাইল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান জানিয়ে ১৫ দেশের যৌথ বিবৃতি

গাজায় যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের ১৫টি দেশ। এর মধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় দেশের পাশাপাশি ফিনল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়াও রয়েছে।

এই দেশগুলো ফ্রান্সের নেতৃত্বে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, যেখানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্তি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি স্বীকৃতি দিতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।

গত সোমবার (২৮ জুলাই) ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘ সদর দফতরে তিনদিনব্যাপী সম্মেলন শুরু হয়। ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনের নেতৃত্ব দেয়। তবে ইসরায়েল ও তার প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্র সম্মেলন বয়কট করে।

গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতি প্রকাশ করে। তাতে ফ্রান্সের পাশাপাশি আরও ১৪টি দেশ স্বাক্ষর করেছে।

দেশগুলো হলো- অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া ও স্পেন।

বিবৃতি অনুযায়ী, স্বাক্ষরকারী দেশগুলো বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নীতিমালা মেনে দুটি গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনকে অবশ্যই নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে। বিবৃতিতে অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে একীভূত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

বিবৃতিতে গত ১০ জুন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানানো হয়েছে।

মাহমুদ আব্বাস প্রতিশ্রুতিতে উল্লেখ করেন, তিনি (১) ৭ই অক্টোবরের হামাসের ‘সন্ত্রাসী হামলা’র নিন্দা জানাচ্ছেন, (২) ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানাচ্ছেন, (৩) বন্দিদের অর্থ প্রদান ব্যবস্থা বন্ধ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, (৪) শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন, (৫) এক বছরের মধ্যে নির্বাচনের আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং (৬) ফিলিস্তিনি রাষ্ট্রের বেসামরিকীকরণ নীতি গ্রহণ করছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

দুর্ঘটনার সংবাদ সংগ্রহে দেখলেন আহত বাবা, সন্তানের কোলেই মৃত্যু

নাটোরে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজের বাবাকেই আহত অবস্থায় খুঁজে পান স্থানীয় সাংবাদিক রাহিদুল ইসলাম। বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে খুঁটিতে লোহার পাইপের বদলে বাঁশ, ছাদ ধসে আহত ১১

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ছাত্র হল ভবনের ছাদ ধসে আহত হয়েছে ১১ শ্রমিক।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে হলের...

শার্শায় ভ্যান থামিয়ে হতদরিদ্রের চাল ছিনতাইয়ের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক দলের অনুসারীদের বিরুদ্ধে।বৃহস্পতিবার (৩১...

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট...

সম্পর্কিত নিউজ

দুর্ঘটনার সংবাদ সংগ্রহে দেখলেন আহত বাবা, সন্তানের কোলেই মৃত্যু

নাটোরে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজের বাবাকেই আহত অবস্থায় খুঁজে পান স্থানীয়...

নজরুল বিশ্ববিদ্যালয়ে খুঁটিতে লোহার পাইপের বদলে বাঁশ, ছাদ ধসে আহত ১১

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ছাত্র হল ভবনের ছাদ...

শার্শায় ভ্যান থামিয়ে হতদরিদ্রের চাল ছিনতাইয়ের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত...