সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান: রুশ পররাষ্ট্রমন্ত্রী

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠার জন্য আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠন হচ্ছে ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান। কেবল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

সোমবার (৯ অক্টোবর) আরব লিগের প্রধান আহমেদ আবাউল গায়েতের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লাভরভ এসব কথা বলেন।

গত শনিবার হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই শুরুর পর রাশিয়া সফরে যান গায়েত।

সের্গেই লাভরভ বলেন, ‘আলাদা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যা ইসরায়েলের পাশাপাশি টিকে থাকবে—এটাই হচ্ছে সংকট সমাধানের সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান।’

‘কেবল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে বলে যাঁরা বলেন, আমরা তাঁদের সঙ্গে একমত নই’, যোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, ‘শত শত ইসরায়েলি ও ফিলিস্তিনি নিহত হচ্ছে। হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজাকে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। এসব খবরে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন।’

লাভরভ বলেন, ‘ইসরায়েল নিয়ে পশ্চিমা বিশ্বের নীতির বিষয়ে রাশিয়ার ‘গুরুতর প্রশ্ন’ রয়েছে।

- Advertisement -

রুশ পররাষ্ট্র বলেন, ‘তারা বলছে, যুদ্ধ শিগগিরই বন্ধ হওয়া উচিত এবং ইসরায়েল সন্ত্রাসীদের ধ্বংস করে দেওয়া উচিত। আগেও এমন করা হয়েছিল। কিন্তু কখনোই পরিস্থিতি শান্ত হয়নি। আসল কথা হচ্ছে, সংঘাতের মূল কারণটির সমাধান দরকার। ফিলিস্তিনি সমস্যা নিয়ে আর দেরি করা ঠিক হবে না।’

এর আগে আরব লিগ প্রধানের সঙ্গে বৈঠকে লাভরভ বলেছিলেন, ইসরায়েল ও গাজায় ‘রক্তপাত বন্ধ করতে’ রাশিয়া ও আরব লিগ একসঙ্গে কাজ করবে।

আবাউল গাইত বলেন, তিনি ‘সব পক্ষের সহিংসতার’ নিন্দা জানান। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক সম্ভাবনা তৈরির দাবি জানাচ্ছি এবং ফিলিস্তিন–ইসরায়েল সংঘাতের সুষ্ঠু সমাধানের দাবি করছি।’ 

ক্রেমলিন আজ সোমবার বলেছে, তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের জন্য যুদ্ধজাহাজ পাঠানোর পর এই সংঘাতে বিদেশি খেলোয়াড়েরা ঢুকে যেতে পারে।

এই সংঘাতে তৃতীয় শক্তি জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস।

পেসকভ বলেন, ‘সহিংসতা হ্রাস ও সামরিক শক্তি প্রয়োগের পথ পরিহার করে সমাধানের পথ খুঁজে বের করতে যত দ্রুত সম্ভব আলোচনার প্রক্রিয়া শুরু করা খুবই গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বৈরাচার আওয়ামী লীগের মাসব্যাপীর কর্মসূচীর অংশ হিসাবে লিফলেট বিতরণের সময় সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের...

ঢাকার আশপাশেই ঘুরছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ফোনের আইএমইআই?

গেল ৫ আগস্ট সাবেক আওয়ামী সরকারের পতনের পর দলটির অনেক নেতাকর্মী গ্রেফতার হলেও এখন পর্যন্ত দলটির অনেক নেতাকর্মীই রয়েছেন পলাতক।  সাবেক আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল...

‘নৌকামুক্ত’ হলো কারা অধিদপ্তরের লোগো

গণঅভ্যুত্থানে সরকারের পট পরিবর্তনের প্রেক্ষাপটে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন লোগোতে নৌকার প্রতীক সরিয়ে সেখানে চাবি এবং ব্যাটন (লাঠি) যুক্ত করা...

পুলিশের কাছ থেকে উপজেলা আ.লীগ সভাপতিকে ছিনতাই

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছেন তার দলের নেতাকর্মীরা। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর...

সম্পর্কিত নিউজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বৈরাচার আওয়ামী লীগের মাসব্যাপীর কর্মসূচীর অংশ হিসাবে লিফলেট বিতরণের সময় সাফায়েত নামে...

ঢাকার আশপাশেই ঘুরছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ফোনের আইএমইআই?

গেল ৫ আগস্ট সাবেক আওয়ামী সরকারের পতনের পর দলটির অনেক নেতাকর্মী গ্রেফতার হলেও এখন পর্যন্ত...

‘নৌকামুক্ত’ হলো কারা অধিদপ্তরের লোগো

গণঅভ্যুত্থানে সরকারের পট পরিবর্তনের প্রেক্ষাপটে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন লোগোতে...