তুরস্কের ক্লাব ফেনারবার্খ এবং ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইয়ার ম্যাচে বুধবার মুখোমুখি হয়। এ ম্যাচটিতে দিনামো কিয়েভ একটি গোল করার পর স্টেডিয়ামে উপস্থিত থাকা ফেনারবার্খ ক্লাবের দর্শকরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নিয়ে তার পক্ষে স্লোগান দেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এরপরই এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ভাসিল বোদনার এক টুইট বার্তায় বলেছেন, এটি অত্যন্ত দুঃখের বিষয় ফেনারবার্খের সমর্থকরা রাশিয়ার একজন খুনী, আগ্রাসনকারী যে আমাদের দেশে বোমা হামলা করেছে তার নামে সমর্থনমূলক স্লোগান দিয়েছে।
তব তুরস্কের অনেক মানুষ ইউক্রেনকে সমর্থন দেন। এরজন্য তারা তুরস্কবাসীর কাছে কৃতজ্ঞ বলেও জানান তিনি৷
এ ব্যাপারে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন, ইউক্রেনের প্রতি বন্ধুত্বপূর্ণ তার্কিস নাগরিকের কাছে আমরা কৃতজ্ঞ এবং ফুটবল সমর্থকদের এমন আচরণের বিষয়টি তদন্ত করে দেখার জন্য তাদের ধন্যবাদ।