ফেনী প্রতিনিধি: ফেনীতে টানা অতিবৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। গত দুই দিনে ৪০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে ফুলগাজী ও পরশুরামসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ রাত ৮টায় পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জংগলঘোনা এলাকায় দুটি স্থানে, গদানগরে, দেড়পাড়া ও সাহেবনগরসহ মোট পাঁচটি স্থানে বাঁধ ভেঙে (ব্রিচ) গেছে। পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে।
এদিকে ফেনী শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, সদর হাসপাতাল মোড়, কলেজ রোড, পেট্রোবাংলা, শহীদ একাডেমি সড়ক ও মিজান রোডসহ অনেক এলাকায় তিন থেকে চার ফুট পর্যন্ত পানি জমে আছে।
দাগনভূঞা, সোনাগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চলগুলোতেও দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ডুবে গেছে রাস্তাঘাট, পুকুর ও মাছের খামার। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জুবায়ের আল মুজাহিদ