ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনীর কালীদহ ইউনিয়নের হাফেজিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের নিয়ে এলে স্বজনরা ১ জনের নাম পরিচয় শনাক্ত করেছে। তিনি হচ্ছেন ভোলা জেলার মনপুরা উপজেলার চর ফয়েজ উদ্দিন গ্রামের ফারুকের ছেলে আরিফ। পরে মহিউদ্দিন নামের আরও একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। এছাড়া বাকিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নাগর মাঝি নামের একজন জানান, সীতাকুন্ড থেকে দালানের ছাদ ঢালাইয়ের কাজ শেষে ঢালাই মিশ্রিতকরণ যন্ত্রসহ পিকআপে করে ফেনীতে ফিরছিলেন শ্রমিকরা। পিকআপটি ঢাকামুখি লেইনে ফেনীর লেমুয়া ব্রিজ পার হওয়ার পর বামপাশের একটি চাকা বিকল হয়ে গেলে তাৎক্ষণিক ঢালাইমিশ্রণ যন্ত্রটিসহ আমরা সবাই রাস্তায় পড়ে যাই। এতে পিছন থেকে দ্রুতগামি একটি কাভার্ডভ্যান এসে আমাদের সাথে থাকা ব্যক্তিদের চাপা দেয়।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাঈদুল হক বলেন, মহাসড়কে দুর্ঘটনা কবলিত হয়ে আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর থাকায় মিজানুর রহমানের ছেলে মহিউদ্দিন (৩৫), নুর নবীর ছেলে জাহাঙ্গীর (৩১) ও নুর হোসেনের ছেলে মনির (৪০) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এছাড়াও বশির উল্লাহর ছেলে সবুজ (২৫) ও ধনু হাওলাদারের ছেলে নগর মাঝি (৩৫) নামের দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা সবাই ভোলা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, নিহত অবস্থায় ৫ জনের মহদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত দুইটি পরিবহন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।