ফেনীর ফুলগাজীতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে মির হোসেন মিরু (৪৫) নামে এক বিএনপি নেতাকে। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ফুলগাজীর বাশুড়া এলাকায় নিজ দোকানে বিশ্রাম নেওয়ার সময় ৬-৭ জন মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা দোকানের ভেতরে ঢুকে মিরুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবার শেষে দোকানের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন মিরু। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা হঠাৎ দোকানে ঢুকে তার মুখ চেপে ধরে উপর্যুপরি কোপাতে থাকে। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, “মির হোসেন মিরু আমাদের দলের সক্রিয় কর্মী এবং বদরপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এ ন্যক্কারজনক হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি করছি।”
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেন হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”