জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফেনীতে এক নারীকে ছুরিকাঘাতে জখমের ঘটনা ঘটেছে। হামলার শিকার নারীর নাম সূর্যের নাহার। তিনি ফেনীর সোনাগাজী উপজেলা চর লক্ষীগঞ্জ গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলেও অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার(১ এপ্রিল) দুপুর সাড়ে ৩ টার সময় এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন- চর লক্ষীগঞ্জের বাসিন্দা মোলভী আনোয়ার উল্লাহর ছেলে কাজী ইমাম হোসেন, ইমামের ছেলে ইমতিয়াজ হোসেন, স্ত্রী আফসানা আক্তার এবং তার মেয়ে নুসরাত জাহান।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টির ছত্রছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করতো কাজী ইমাম হোসেন। সরকার বদলের পর স্থানীয় জামায়াত নেতাদের নাম নিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী নারীর পরিবারের সাথে অভিযুক্তদের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন হঠাৎ-ই অভিযুক্তরা সূর্যের নাহার বসতবাড়িতে ঢুকে তাকে লোহার পাইপ দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে দেয়, পরে ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে হামলাকারীরা সরে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারী বলেন, হামলাকারীরা সম্পর্কে আমার দেবর ও তার পরিবারের লোকজন। জমি নিয়ে আমাদের সাথের তাদের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল, তাদের কথামতো না মানলে আমাদের হত্যার হুমকি দিয়ে আসছিল । ঈদের পরদিন আমার ঘরে ঢুকে তারা হামলা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরুজ্জান জানান, এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এরইমধ্যে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, অভিযুক্তদের পরিবার জানিয়েছে আটক ব্যক্তির নাম মামলার এজহারে ছিল না। তাই তাকে ছেড়ে দেয় পুলিশ। হামলাকারীদের কাউকে আটক করা হয়নি।